হাথরাস কাণ্ড নিয়ে ফের যোগী আদিত্যনাথের সমালোচনা রাহুলের
এবার হাথরাস কাণ্ডকে হাতিয়ার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন তুললেন বিজেপি তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মানসিকতা নিয়ে। রবিবার সকালে এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের আচরণের সমালোচনা করে রাহুল টুইট করে দাবি করেছেন , আসলে আমাদের দেশে অনেকে দলিত-মুসলিম-আদিবাসীদের মানুষ বলে মনে করে না। লজ্জাজনক হলেও এটাই সত্যি। পুলিশ এবং মুখ্যমন্ত্রী বলছেন, কাউকে ধর্ষণ করা হয়নি। কারণ, তারা ওই নির্যাতিতাকে মানুষ বলেই গণ্য করে না। আরও পড়ুন ঃ মোদিকে বিমান নিয়ে ফের খোঁচা রাহুলের নিজের টুইটে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনও শেয়ার করেছেন রাহুল। যাতে দাবি করা হয়েছে, নির্যাতিতার পরিবার বারবার ধর্ষণের অভিযোগ করলেও দোষীদের আড়াল করতে চাইছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার।